করোনায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালিয়ে যাচ্ছে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি। লাখ লাখ মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত মৃতের তালিকায় যোগ হচ্ছে হাজারো মানুষের নাম। বাংলাদেশে আক্রান্ত ও মৃতের তালিকা দীর্ঘ হচ্ছে প্রতিদিন। রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ মারা যাচ্ছেন অদৃশ্য এই ভাইরাসটিতে। এবার অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যোগ হলো কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নুল আবেদীনের নাম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী জয়নুল আবেদীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনা শনাক্তের পর গত ১২ নভেম্বর জয়নুল আবেদীনকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি।
আজ বাদ আছর মরহুমের নিজ গ্রাম দুয়ারিয়া এজি মডেল একাডেমি মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এমআর
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পথচারী নিহত

চসিক নির্বাচন: সংঘর্ষে রণক্ষেত্র লালখান বাজার, আহত ২১

ইভিএমে একজনের ভোট অন্যজনের দেয়ার সুযোগ নেই: নওফেল

জয়-পরাজয় যাই হোক মেনে নেব: রেজাউল

শীত উপেক্ষা করে কেন্দ্রে ভোটাররা

সাড়ে ৪ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চালু

ট্রাকচাপায় নিভে গেল তিন বাইক আরোহীর প্রাণ

চট্টগ্রাম সিটিতে ভোট উৎসব শুরু
