সিইসিসহ পুরো কমিশনের পদত্যাগ চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১, ১২:৪৬
অ- অ+

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেছে বিএনপি। এজন্য প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পুরো নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে দলের পূর্বঘোষিত মানববন্ধনে ফখরুল এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে, মানবাধিকার কেড়ে নেয়া হয়েছে, সংগঠন করার অধিকার কেড়ে নেয়া হয়েছে। ভিন্নভাবে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে। এটা করার জন্যই রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। তাদের প্রত্যাশা ছিল দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম হবে, দেশের মানুষ একটি মুক্ত পরিবেশে বসবাস করবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চলছে।’

মানববন্ধন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা