নেইমারের নৈপুণ্যে বড় জয় ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ০৯:৩৮
অ- অ+

নেইমারের নৈপুণ্যে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত জয় পায় নেইমাররা। এর ফলে বাছাই পর্বে কনমেবোল অঞ্চলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

ব্রাজিলের মানাউসে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে শুরু থেকে চেপে ধরে স্বাগতিক দল। খেলার ১০ম মিনিটে গোল করেন নেইমার জুনিয়র। ফ্রেডের থ্রু বল ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন তিনি।

দ্বিতীয় গোলের জন্যও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ১৮তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা।

শুরুর ২০ মিনিটে জোড়া গোল পেয়ে যাওয়ায় অপ্রতিরোধ্য হয়ে ওঠে ব্রাজিল। বল পজেশনে রেখে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে উরুগুয়ের ডিফেন্সকে। ৩৯ মিনিটে নেইমারের আরও একটি দারুণ প্রচেষ্টা থাকলেও তা থামিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক। এরপর প্রধমার্ধে কোনো দলই আর গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ৩-০-এ নিয়ে যান রাফিনহা। ম্যাচের ৫৭ মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। গাব্রিয়েল জেসুসের লম্বা পাস মাঠের বাঁ প্রান্তে পেয়ে যান নেইমার। বক্সের দিকে কয়েক পা এগিয়ে বল ছাড়েন রাফিনিয়ার উদ্দেশে। পাশে থাকা দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার প্লেসিং শটে ম্যাচভাগ্য নিশ্চিত করে দেন রাফিনিয়া। ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

৭৭ মিনিটে একটি গোল পরিশোধ করে ব্যবধান কিছুটা কমান উরুগুয়ের তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ। ৮৩তম মিনিটে আরেকটি গোল করে ব্যবধান ফের বাড়ান ব্রাজিলের বারবোসা। শেষ পর্যন্ত ৪-১ গোলেই শেষ হয় খেলা।

এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষেই থাকল ব্রাজিল। তাদের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা