মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২২, ১৪:৪৮| আপডেট : ১৬ মে ২০২২, ১৫:৩০
অ- অ+

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম (২) নামের এক শিশু মারা গেছে। মরিয়ম ওই এলাকার হাজি কবির আহম্মদ ভূঁইয়া বাড়ির ফেয়ার আহমদের মেয়ে। উপজেলার করেরহাট ইউনিয়নের বরইয়া এলাকায় রবিবার (১৫ মে) বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

মরিয়মের আত্মীয় সোহেল রেজা জানান, রবিবার বিকাল ৪টার দিকে বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে হটাৎ কোথায় চলে যায়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা