ময়মনসিংহে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, ৬ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২২, ১৮:০১| আপডেট : ২১ মে ২০২২, ১৮:০২
অ- অ+

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে ৬ রোহিঙ্গা নাগরিকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অধিদপ্তরের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একে এম শওকত ইসলাম শনিবার দুপুরে সাংবাদিক সন্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রোহিঙ্গা নাগরিক রোহিঙ্গা নাগরিক ইলিয়াস কাদের বাবুল (৪৩) তার স্ত্রী আনোয়ারা আক্তার ওরফে রোজিনা (২৬) মো. শাহেদ (২২) নজরুল ইসলাম (২৯) তার স্ত্রী খালেদা আক্তার (৩৮) মো. তৈয়ব (২০) এবং স্থাণীয় মো. নাজমুল হুদা (২৫) । অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে ২০ মে শুক্রবার বিকেলে সদর উপজেলার চরকারীবাড়ি এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় থেকে সাত হাজার পিচ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির এক লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নাগরিকেরা স্থাণীয় মো. নাজমুল হুদার (২৫) সহায়তায় ধীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলেও জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

(ঢাকাটাইমস/২১মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
ইলন মাস্কের স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
গরমে অতিষ্ঠ? এখনই কিন্তু ওজন কমানোর মোক্ষম সময়! জানুন উপায়
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা