যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে ৪০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার থেকেই তারা যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছেন। পরবর্তী কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা মহাসড়কে কাজ করে যাবেন বলে জানানো হয়েছে ।
বিষয়টি সোমবার বিকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন।
কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্প হতে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত ৪০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কমিউনিটি পুলিশ, মোবাইল টিম, হোন্ডা টিম, অ্যাম্বুলেন্স টিম মহাসড়কে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে। পাশাপাশি মহাসড়কের কোথাও কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাজনিত যানবাহন দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় একটি রেকার প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে মহাসড়কে কোনো যানজট না থাকায় কোনোরকম ভোগান্তি ছাড়াই যাত্রীরা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য গন্তব্যস্থলে যেতে পারছেন। এছাড়া দেখা গেছে যাত্রীদের বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হচ্ছে না। তাই নির্বিঘ্নে চলাচল করতে পেরে খুশি ঘরমুখো যাত্রীরা।
এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, শিমরাইল মোড়টি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী তাদের গন্তব্যস্থলে যান। সেজন্য মহাসড়কের এই স্থানটি বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমরা সর্বক্ষণ সড়ক রয়েছি।
(ঢাকাটাইম/২৬জুন/এআর)