খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৩, ১৬:৫০| আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৮:০৪
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় নির্মাণাধীন ভবনের ৯ম তলা থেকে পড়ে মো. সুমন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু‌ হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

এ সময় মুমূর্ষু অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আনারুল ইসলাম জানান, গোড়ান ফায়ার সার্ভিসের অফিসের পাশে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন তারা। ভবনটির ৯ম তলায় মাচান বেঁধে ইটের গাঁথুনি করার সময় নিচে পড়ে যান সুমন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

আনারুল জানিয়েছেন, নিহত সুমনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার পুরুজাপাড়া গ্রামে। কাজের সূত্রে তিনি নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, সুমনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা