বিপিএলের উদ্বোধনী ম্যাচেই শরিফুল ইসলামের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৪৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) দশম আসরের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক উপবোগ করলেন ক্রিকেটপ্রেমীরা। দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামের হাত ধরে প্রথম ম্যাচেই আসল হ্যাটট্রিক। বিপিএলের ইতিহাসে ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্টিকের রেকর্ড।

কুমিল্লার ইনিংসের ২০তম ওভারের শেষ তিন বলে কুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান শরিফুল ইসলাম।

২০তম ওভারটি করতে এসে প্রথম বলটি ডট দেন শরিফুল। পরের দুই বলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ মারলেন দুই ছক্কা। শরীফুলের ওভারটি তখন ম্যাচ পরিস্থিতি বিবেচনায় কিছুটা খরুচেই।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের স্বাদ নিলেন শরিফুল! একে একে ফিরিয়েছেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। যার ফলে আসরের প্রথম ম্যাচেই রেকর্ডবুকে জায়গা করে নিলেন শরিফুল ইসলাম।

এর আগে প্রথমে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট করতে নেমে লিটন দাসের কুমিল্লা শুরুটা ভালো করতে পারেননি। লিটন নিজেই ফিরে যান ব্যক্তিগত ১৬ রান করে। এরপর ইমরুল কায়েসের ৬৬ রান এবং তাওহীদ হৃদয়ের ৪৭ রানে ভর করে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :