বিপিএল: হ্যাটট্রিক হার মাশরাফির সিলেটের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:৪৬| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:৫০
অ- অ+

মাঠ বদল হলেও ভাগ্য বদল হলো না মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরে ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই হারের পর এবার সিলেটের মাটিতে প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেলো মাশরাফির দল। এই নিয়ে হ্যাটট্রিক হার দেখলো দলটি।

শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কুমিল্লার দেওয়া ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কৃমিল্লার বোলারদের বোলিং তোপে মাত্র ৭৪ রানেই অলআউট হয়েছে সিলেট। যার ফলে কুমিল্লা তুলে নিয়েছে ৫২ রানের জয়। নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, সামিত প্যাটেল, ইয়াসির আলী, বেন কাটিং, মাশরাফি বিন মোর্ত্তজা, তানজিম হাসান সাকিব, রিচার্ড এনগারাভা এই ৮ ক্রিকেটারের কেউই আজ পেরোতে পারেনি দুই অঙ্কের ঘরে। সিলেটের হয়ে আজ জাকির হাসান সর্বোচ্চ ৪১ রান করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে আলিস ইসলামের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সিলেট। দলীয় ২৮ রানে ৬ উইকেট হারায় গতবারের রানার আপরা। এই ৬ উইকেটের মধ্যে ৪টিই নিয়েছেন আলিস। একটি রান আউট এবং সামিত প্যাটেলকে বোল্ড করেছেন ম্যাথু ফোর্ডে।

সপ্তম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জাকির হাসান এবং রায়ান বার্ল। তবে দলীয় ৬৮ রানের মাথায় বার্ল আউট হলে ভাঙে সেই জুটি। একা লড়াই চালিয়ে যেতে পারেননি জাকিরও। একই ওভারে ফেরেন চেজের শিকার হয়ে। জাকির আউট হওয়ার পর ধুঁকতে ধুঁকতে আরও রান করে সিলেট, যা হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ৩ বলেই ৮ রান তোলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। তবে পরের বলেই তাকে এলবিডব্লিউ করে ফেরান বেন কাটিং। লিটন ফিরলেও পাওয়ারপ্লেতে রানের ধারা বজায় রাখেন ইমরুল কায়েস এবং মোহাম্মদ রিজওয়ান। ৬ ওভারে ৫৩ রান করে কুমিল্লা।

পাওয়ারপ্লের পরে বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সামিত প্যাটেল। প্রথম ওভারেই তুলে নেন রিজওয়ানের উইকেট। পরের ওভারে বোলিংয়ে এসে ইমরুল কায়েসকে ফেরান প্যাটেল। ৮ বলে ৯ রান করে রান আউট হন তাওহীদ হৃদয়।

প্যাটেল যখন এক প্রান্ত থেকে নিয়মিত উইকেট নিচ্ছিলেন, অন্য প্রান্তে কিপটে বোলিং করেছেন মাশরাফী। ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান দিয়েছেন অধিনায়ক। ১১তম ওভারে ধুঁকতে থাকা রস্টন চেজকে ফিরিয়ে কুমিল্লার মেরুদণ্ড ভেঙে দেন প্যাটেল।

পাকিস্তানের খুশদিল শাহও তেমন একটা সুবিধা করতে পারেননি। ২২ বলে ২১ রান করে ফেরেন তিনি। শেষদিকে কিছুটা লড়াই করেছেন জাকের অনিক। তবে ২৯ রানের বেশি করতে পারেননি তিনি। তাতে ১৩০ রানে থামে সিলেটের ইনিংস।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণের দাম আবারও বেড়েছে
ইসরাইলি ড্রোন হামলায় ইরানের পুলিশ প্রধানসহ নিহত ২
চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা