ভালোবাসা দিবসে মনের মানুষকে পাঠাতে পারেন যেসব বার্তা

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩০
অ- অ+

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয় মানুষকে ভালোবাসা জানানোর দিন। তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা জানানোর দিন। তাই বিশেষ এ দিনে উষ্ণ শুভেচ্ছা পাঠান আপনার প্রিয় মানুষকে। জেনে নিন কী কী বার্তা পাঠাতে পারেন মনের মানুষকে।

১। বছরের একটি বিশেষ দিন ১৪ ফেব্রুয়ারি। তবে আমি তোমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে ভালোবাসি। আজ তোমার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। Happy Valentine's Day!

২। আমরা যত একে অপরের সঙ্গে সময় কাটাই, ততই গভীর হয় আমাদের ভালোবাসা। Happy Valentine's Day!

৩। তুমি কি জানো, আমি কখনো এই দিনকে বিশেষ বলে ভাবিনি। কিন্তু যেদিন আমার জীবনে তুমি এলে সেদিন থেকেই ১৪ ফেব্রুয়ারি তারিখটির গুরুত্ব অনুভব করলাম। Happy Valentine's Day!

৪। তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমি জানি, তোমার সঙ্গেই কাটবে আমার প্রতিটি ভ্যালেন্টাইন্স ডে। Happy Valentine's Day!

৫। তুমিই আমার ভালোবাসা, আমার সবকিছু। আমি জানি না, তোমাকে না পেলে আমি কী করতাম! Happy Valentine's Day!

৬। তোমার ভালোবাসা আমাকে যেন নতুন জীবন দিয়েছে। ভ্যালেন্টাইনস ডে-তে আমার হৃদয়ের মানুষের জন্য রইল অনেক ভালোবাসা। Happy Valentine's Day!

৭। তোমার হাত ধরলেই যেন পৃথিবী স্বর্গ হয়ে যায়। তুমি তো জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি। Happy Valentine's Day!

৮। তোমার ভালোবাসা ও সৌন্দর্য পেয়ে পাল্টে গেছে আমার পৃথিবী। অনেক ধন্যবাদ তোমাকে। Happy Valentine's Day!

৯। তোমার কথা মনে পড়লেই হার্ট বিট বেড়ে যায়। ভ্যালেন্টাইন্স ডে এলেই তোমার কথা সারাদিন মনে পড়ে। তোমার জন্য অনেক ভালোবাসা পাঠালাম। Happy Valentine's Day!

১০। আমার হৃদয়ের আশপাশে একটা উঁচু দেয়াল ছিল। সেটি তুমি পেরিয়ে এসেছো তোমার ভালোবাসা দিয়ে। ভালোবাসতে শিখিয়েছো আমাকে। Happy Valentine's Day!

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাহাউদ্দিন নাছিমের কান্না...
হলান্ডের সঙ্গে ১০ বছরের চুক্তি ম্যানসিটির, পাবেন রেকর্ড পারিশ্রমিক
টিউলিপের মতো পদত্যাগে বাধ্য হতে পারেন পুতুলও: দ্য প্রিন্ট
বাসচাপায় ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু, আহত সেনা সদস্য ও সন্তানকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা