সুনামগঞ্জে রাস্তাঘাট পরিষ্কার ও শহরের ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা
সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করাসহ যানজট নিরসনে শহরের ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ সরকারি কলেজসহ অন্যান্য স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দুই ভাগে ভাগ হয়ে শহরের কাজির পয়েন্ট,বিহারী পয়েন্ট, জামাইপাড়া, বক পয়েন্ট, ট্র্যাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্টেশন এলাকা পরিষ্কার করেছেন।
পরে ট্র্যাফিক পয়েন্টে এসে উসমান গণি, এস সি গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ উম্মে মোহনা, ইলিয়াস হোসেন, আব্দুল বারী, ইয়াকুব আলীর নেতৃত্বে শিক্ষার্থীরা ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করে। এ সময় সামিয়া নোভা, মুনতাহিনা প্রভা, সালমান আহমদ, সাব্বির, দোজা, ইন্দ্রাকশী, ওবায়দুল হক, রাফি, সাফি, নাবিল, আফিফ ও জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন দেশে পরিণত করলাম। এতে অনেক তরুণ ছাত্র, কৃষক, শ্রমিক, শিশু ও জনতাকে প্রাণ দিতে হয়েছে। এখন থেকে সম্প্রীতি বজায় রেখে এই দেশটাকে নতুন প্রজন্ম সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ে তুলব।
তারা আরও বলেন, সুনামগঞ্জ জেলায় হিন্দু সম্প্রদায়ের সকল ভাইদের মন্দির ও আশ্রমগুলোকে কওমি মাদরাসার শিক্ষক ও ছাত্ররা রাতে দিনে পাহারা দিয়ে সুরক্ষা করে যাচ্ছে।
ঢাকাটাইমস/০৭আগস্ট/পিএস