ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান অ্যান্ডারসন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৭:৪৬

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসন। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট খেলে অবসররে ঘোষণা দেয়ার আগে অ্যান্ডারসন রেকর্ডবইয়ে নিজের নাম লিখিয়েছেন। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড তার। একই সঙ্গে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিকও হয়েছেন তিনি। একমাত্র পেসার হিসেবে নিয়েছেন ৭০০-র অধিক উইকেট।

লাল বলে ক্যারিয়ার দীর্ঘ করার জন্য এক পর্যায়ে নিজেকে সাদা বলের ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসার জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থের ঝনঝনানি ও জাঁকজমক থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘোষণা করলেও ক্রিকেটকে এখনও 'কিছু দেয়ার সামর্থ্য' আছে বলে মনে করেন তিনি।

দুই সপ্তাহ আগে ৪২তম জন্মদিন পালন করা অ্যান্ডারসন বোলার হিসেবে এখনও অবদান রাখতে পারবেন বলে মনে করেন। তাই এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের সম্ভাবনা ঝালিয়ে দেখার কথা ভাবছেন তিনি। এমন খবরই দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।

লর্ডসে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার পর থেকে অ্যান্ডারসন ইংল্যান্ডের পেসারদের সঙ্গে কোচের ভূমিকায় কাজ করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও ইংল্যান্ড দলে একই ভূমিকায় দেখা যাবে তাকে। তবে বছরের শেষদিকে পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে এই দায়িত্ব থেকে সরে আসতে পারেন তিনি। সে সময়টা তিনি বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সম্ভাবানা নিয়ে কাজে লাগাতে চান।

ফাইনাল ওয়ার্ড পডকাস্টকে অ্যান্ডারসন বলেন, আমার মনে হয় কিছুটা অবশিষ্ট আছে এখনও, যে কারণে আমি আরেকটু খেলতে চাই। আমি জানি না এটা কীভাবে হবে।'

তিনি যোগ করেন, 'এই মুহূর্তে আমি যে কোনো কিছুর জন্য উপলব্ধ আছি। বাকি বিষয়গুলো সময়ের সঙ্গে পরিষ্কার হয়ে আসবে। শীতে দুটি টেস্ট ট্যুর আছে এবং আমি নিশ্চিত না এই ভূমিকায় (কোচিং) আমি সেখানে থাকব কি-না।'

তবে চূড়ান্ত সিদ্ধান্তে এখনও পৌঁছতে পারেননি বলে জানান এই কিংবদন্তি, 'এখনও অনেককিছুই ভাবতে হবে এবং মাকে আগে বসতে হবে এবং মানুষের সঙ্গে আলাপ করতে হবে। আমি দ্য হানড্রেডের খেলা দেখেছি এবং আমি দেখেছি প্রথম ২০ বলে বল দুদিকেই সুইং করছে। এটা দেখে আমার মনে হয়েছে, "আমি এটা করতে পারতাম। আমি এটা এখনও পারি।" আমি জানি না এটা দীর্ঘ সময়ের জন্য কিনা, হয়ত দেখার জন্য যে, আমিও সাদা বলে পারি কিনা? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এমন কিছু যা আমি আগে করিনি।'

২০১৯ সালে সবশেষ সাদা বলের ক্রিকেটে দেখা গেছে অ্যান্ডারসনকে এবং ২০১৪ সালে ল্যাঙ্কাশায়রের হয়ে ন্যাটওয়েস্ট ব্লাস্টের ফাইনালই তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপরও অবশ্য তিনিই ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের সর্বকালের সবচেয়ে বেশি উইকেটের মালিক, যা এখনও তার স্কিলের উপযোগিতার প্রমাণ দেয়। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত অ্যান্ডারসনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হয় কিনা।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ইংল্যান্ডকে ইউরো থেকে বাদ দেওয়ার হুমকি উয়েফার

অর্থসঙ্কটে নারী ক্রিকেটারদের ভাতা বন্ধ করলো পিসিবি

বাংলাদেশ সিরিজে ভারতের একাধিক তারকা থাকছেন বিশ্রামে 

বাংলাদেশ-ভারত সিরিজে যত রেকর্ডের হাতছানি

দুই ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

ভারত বধের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ, ইংল্যান্ড থেকে যোগ দেবেন সাকিব

‘পাকিস্তানের চেয়ে ভারত অনেক ভালো দল’ বাংলাদেশকে মনে করিয়ে দিলেন জাদেজা

পাকিস্তানের পর ভারতকেও টেস্ট সিরিজে হারাতে চাই: শান্ত 

তিন মাস পর মায়ামির হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়লেন মেসি

পরিচালক হিসেবে বোর্ডে আসতে যাচ্ছেন তামিম, প্রশ্নের উত্তরে যা বললেন ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :