সাতক্ষীরা সীমান্তে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাচালানি আটক
ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভোমরার লক্ষীদাড়ী সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার দাম ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।
আটক চোরাচালানির নাম মো. জাকির হোসেন (৩১)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী গ্রামের মো. আরিজুল মোল্লার ছেলে।
বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপি’র হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল রাতে ভোমরার লক্ষীদাড়ী সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
এসময় রাত ১০টা ২৫ মিনিটের দিকে সীমান্তের মেইন পিলার ২-এর সাব পিলার ৩-এর রেফারেন্স পিলার-৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী সীমান্তের দিকে জাকির হোসেনকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
পরবর্তীতে জাকিরকে তল্লাশি করে তার কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের পূর্বক স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ‘
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এজে)