হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে কাঁপল ইসরায়েল, চার বিদেশিসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:২৫
অ- অ+

ইসরায়েলের সীমান্ত শহর মেটুলায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে চার বিদেশি নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মেটুলা কাউন্সিলের প্রধান ডেভিড আজৌলাই ইসরায়েলের কান নিউজকে বলেছেন , নিহতরা হলেন একজন ইসরায়েলি কৃষক এবং চারজন বিদেশী কর্মী এবং গুরুতর আহত হয়েছেন অন্য একজন বিদেশী কর্মী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে লেবানন থেকে প্রায় ৩০ রকেটের ব্যারেজ ছোড়ে হিজবুল্লাহ। তবে বেশিরভাগ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছিল।

অন্যদিকে বৃহস্পতিবার লেবাননের ঐতিহাসিক বালবেক অঞ্চলের দুটি শহরে আরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আট নারীসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পরদিন থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় প্রতিদিন রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।

এদিকে গত সেপ্টেম্বর মাস থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল আর গত ১ অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান ‍শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী, যা মধ্যপ্রাচ্য একটি আঞ্চলিক সংঘাতকে প্রসারিত করেছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় সাড়ে ১২ হাজার মানুষ আহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের স্থল হামলার জবাব দিচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, ২০০৬ সাল থেকেই তারা ইসরায়েলের স্থল হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি বাহিনী সঙ্গে সমানে সমানে লড়াই করেছে যাচ্ছে গোষ্ঠীটি। প্রতিদিনই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এছাড়াও লেবাননে স্থল অভিযানে গিয়ে হিজবুল্লাহ হামলায় ব্যাপক সামরিক ক্ষতি ও সেনা হতাহত হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজনেস, বিনোদন, স্পোর্টস রিপোর্টার ও প্রেজেন্টার খুঁজছে ঢাকা টাইমস
‘যে জলে আগুন জ্বলে’র কবি হেলাল হাফিজের প্রয়াণ
ভাবতাম সিনেমা মুক্তির পর ফারুকী ভাই দেশে থাকবেন কীভাবে?
ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন কিলিয়ান এমবাপ্পে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা