কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনে পুড়ে ছাই শতাধিক দোকান

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৪
অ- অ+

কুমিল্লার চান্দিনায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক দোকান। রবিবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

পরে ফায়ার সার্ভিসের চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্লা স্টেশন থেকে ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টার কিছু সময় পর হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চান্দিনা স্টেশনের দুই ইউনিট খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে আরও চার ইউনিট যুক্ত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া মাধাইয়া বাজারে আগুন লাগায় জনতার ছোটাছুটি ও ব্যবসায়ীদের মালামাল সড়কে রাখায় বন্ধ হয়ে যায় মহাসড়ক। তাই মাঝপথেই যানজট সৃষ্টি হয়। কয়েক কিলোমিটার যানজটে আটকে যায় সব পরিবহন। আটকে যায় ফায়ার সার্ভিসের গাড়িও।

মাধাইয়া বাজারের ব্যবসায়ী মো. সজীব হোসেন বলেন, এখানে বিভিন্ন রকমের ছোট-বড় দোকান ছিল। শতাধিক দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পথে বসার অবস্থা। কেউ কিছুই বের করতে পারেনি। দোকানের সবকিছু আগুনে পুড়েছে। দেখা ছাড়া তাদের কিছুই করার ছিল না। সহায় সম্বল হারিয়ে এখন পুড়ে যাওয়া দোকানের পাশে বসে কান্না করছেন ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, রাস্তার দুই পাশে তীব্র যানজট। ফায়ার সার্ভিসের গাড়ি এলেও কাজ করতে পারছিল না। আমাদের সামনেই সব শেষ হয়ে গেল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের ছয়টি ইউনিট কাজ করেছে। প্রথমে চান্দিনা ও দাউদকান্দি যুক্ত হয়, পরে কুমিল্লাও। কিন্তু কুমিল্লা স্টেশনের গাড়ি রাস্তায় যানজটে পড়ে। এতে কিছু সময় বিলম্ব হয়। কারণ দুই পাশেই যানজট লেগে যায়। তবে কর্মীরা কাজ করেছেন। যানজট না হলে আরও দ্রুত পৌঁছানো যেত। কাজেও দ্রুত হাত দেওয়া যেত।

তিনি বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। সবগুলোই ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল। তবে এখনও কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা