গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৫, ১১:৫৫| আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৪২
অ- অ+

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মধ্য গাজায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩ জন ছিলেন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা মানুষ। গাজা সিটিতে ২৩ জন এবং দক্ষিণ গাজায় ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন সহায়তা প্রত্যাশী।

ইউনিসেফ সতর্ক করে বলেছে, গাজা বর্তমানে মানবসৃষ্ট দুর্ভিক্ষ ও খরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কারণ অঞ্চলটির পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই উন্মাদনার যত দ্রুত সম্ভব অবসান হওয়া উচিত।”

প্রসঙ্গত, গত ২৭ মে থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন খাদ্য ও সহায়তা বিতরণ শুরু করে। এরপর থেকেই সহায়তা কেন্দ্রের আশপাশে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলায় শত শত মানুষ নিহত হন। জাতিসংঘ এই সহায়তা ব্যবস্থাকে 'ব্যর্থ' বলে আখ্যা দিয়েছে এবং গাজায় নিরাপদ সরবরাহ নিশ্চিত না করার দায়ে কঠোর সমালোচনা করেছে।

ইসরায়েল নিজেদের হাসপাতালের ওপর হামলার অভিযোগ করলেও এখন পর্যন্ত তারা গাজার ৭০০টিরও বেশি হাসপাতাল ও চিকিৎসা স্থাপনায় হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে।

(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা