এই সংঘাত এমন আগুন জ্বালাতে পারে যা নিয়ন্ত্রণে কেউ থাকবে না: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৫, ০৯:১৭
অ- অ+

ইসরায়েল-ইরান সংঘাত চলতে থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই সংঘাত এমন এক আগুন জ্বালাতে পারে যা নিয়ন্ত্রণের কেউ থাকবে না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি এই সতর্কবার্তা দেন। ইরান-ইসরায়লের সংঘাত ইস্যুতে গতকাল এই বৈঠক হয়।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ‌আস্থার সংকট তৈরি হয়েছে।

ইরানের পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার মধ্যেই দেশটিতে গত ১৩ জুন ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছিল বলে খবর বেরিয়েছে। ইরান বরাবর বলে আসছে তারা শান্তিপূর্ণ কাজের জন্য পরমাণু কার্যক্রম চালাচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন এর তত্ত্বাবধানে আছে। কিন্তু আমেরিকা-ইসরায়েল নতুন করে বলছে ইরান পারমাণবিক বোমা বানানোর দ্বারপ্রান্তে।

ইসরায়েলি হামলার জবাবে ইহুদি দেশটিতে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ানোর নানা হুমকি দিলেও চীন-রাশিয়ার সতর্কতার কারণে পিছিয়ে গেছেন ট্রাম্প।

এরই আবহে অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগোচ্ছে। এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।

এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পরমাণু প্রশ্ন এমন মন্তব্য করে গুতেরেস বলেন, ইরান বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরে করছে না। তবে স্বীকার করতে হবে উচিত যে এখানে আস্থার সংকট রয়েছে।

আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি। বলেন জাতিসংঘ মহাসচিব।

সূত্র: বিবিসি বাংলা

(ঢাকাটাইমস/২১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা