চিলিতে ৬.১ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:২৬

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর রয়টার্সের।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার চিলির আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৪ কিলোমিটার (৬৪.৬২ মাইল)।
১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। চিলির ইতিহাসে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়।
(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এফএ)

মন্তব্য করুন