মতিউরের বাসায় মিলল অস্ত্র-গুলি, হবে অস্ত্র আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:০৬| আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৫০
অ- অ+

ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি শর্টগান ও ২৪ রাউন্ড গুলি। সেগুলোর সঠিক কাগজ দেখাতে না পারায় এই দম্পতির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করবে পুলিশ।

বুধবার সকালে ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

এর আগে একইদিন ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে। পরে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়। বর্তমানে তারা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন। দুপুরের মধ্যে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে তোলা হবে।

ডিবিপ্রধান ঢাকা টাইমসকে বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে তাকে নজরদারিতে রাখছিলাম। সর্বশেষ মঙ্গলবার ভোরে সস্ত্রীক তাকে গ্রেপ্তার করি।’

তিনি আরও বলেন, ‘মতিউরের বাড়ি থেকে পাওয়া শর্টগান ও ২৪ রাউন্ড গুলি ২০২১ সালের পর রিনিউ করা হয়নি। আবার সরকারের আদেশে সবাই অস্ত্র জমা দিলেও তিনি তা থানায় জমা দেননি। দুদকের মামলায় তাদের আদালতে পাঠানো হবে এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা করবে।’

রিমান্ডের বিষয়ে জানতে চাওয়া হলে রেজাউল করিম মল্লিক বলেন, ‘এটা নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। দুপুরের আগেই আমরা তাদেরকে আদালতে পাঠাবো।’

এদিকে এনবিআরের সাবেক এই কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকে সাতটির বেশি মামলা রয়েছে। যাতে দুই স্ত্রী ও সন্তানদের আসামি করা হয়েছে। এনবিআরে থাকাকালে শত শত কোটি টাকার মালিক বনে যান মতিউর।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এসএস/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা