দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা

ভারতের রাজধানী নয়াদিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেত্রী রেখা গুপ্তা। তিনি হবেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। এর আগে দিল্লিতে নারী মুখ্যমন্ত্রী হিসেবে সুষা স্বরাজ, শীলা দীক্ষিত এবং সর্বশেষ অতিশী মার্লেনা দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশটিতে আর কোনও বিজেপি শাসিত রাজ্যে নারী মুখ্যমন্ত্রী নেই।
বুধবার সন্ধ্যায় রেখার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বিজেপির কেন্দ্রীয় কমিটি।
বিজেপির পক্ষ আরও জানানো হয়েছে, দিল্লি বিধানসভার স্পিকার হচ্ছেন রোহিনী বিধানসভার বিধায়ক বিজেন্দর গুপ্তা। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরভেশ ভার্মা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২ টায় দিল্লির রামলীলা ময়দানে শপথ নেবেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ নির্বাচিত বিধায়করা।
উল্লেখ্য, এবারের ভোটে প্রথমবার বিধায়ক হয়েছেন রেখা গুপ্তা। আর তিনিই এবার দিল্লির মুখ্যমন্ত্রী। নির্বাচনে শালিমার বাগ কেন্দ্র থেকে ২৯ হাজার ৫৯৫ ভোটে জিতেছিলেন রেখা।
এদিকে নাম ঘোষণার পরই দলকে ধন্যবাদ জানিয়েছেন রেখা গুপ্তা।
এক এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য দলের শীর্ষনেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই। দিল্লির উন্নয়নের জন্য সব কাজ করতে আমি প্রস্তুত।’
প্রসঙ্গত, চরতি মাসের শুরুতে অনুষ্ঠিত দিল্লির বিধানসভা নির্বাচনে মুখ থুবরে পড়ে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক দল আমি আদমি পার্টি (আপ)। এ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুধু তাই নয় বিজেপির প্রার্থী কাছে হেড়েছেন খোদ কেজরিওয়ালও। আর এতেই ২৭ বছর পর পুনরায় দিল্লির বিধানসভা দখলে নিল পদ্ম শিবির।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন