যে ম্যাজিকে কালো থেকে ফর্সা হলেন কাজলকন্যা নায়সা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৭
অ- অ+

কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কী পরছেন, কী খাচ্ছেন- সব সময়ই চর্চায় তিনি। বলিউডে পা না রেখেও যে বিপুল উন্মাদনা তৈরি করা যায়, তা দেখিয়ে দিয়েছেন বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজলের কন্যা নায়সা দেবগন।

তারই মাঝে চর্চা, কালো থেকে কীভাবে দিনে দিনে এত ফর্সা হচ্ছেন এই তারকা-সন্তান। নায়সার ক্রমবর্ধমান রূপের রহস্য কী? জানতে উন্মুখ অনেকেই। কিশোরী বয়স থেকেই আলোকচিত্রীরা তাকে অনুসরণ করে চলেছেন। রাস্তায় বের হলেই ছবি। তাই ধারাবাহিক ভাবে কাজলকন্যার ফটোশুট লক্ষ্য করে বিরাট তফাৎ দেখতে পাচ্ছেন একদল আলোকচিত্রী।

তাদের দাবি, অস্ত্রোপচার করিয়ে সুন্দরী হওয়ার চেষ্টা করছেন নায়সা। ত্বকের রং বদলেছেন, মুখ এবং স্তনেও তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন বলে দাবি একাংশের। সে নিয়ে যথারীতি চলছে জল্পনা। কতটা সত্যি এই জল্পনা?

এই কৌতূহল নিরসন করেছেন নায়সার মা, অর্থাৎ অভিনেত্রী কাজল দেবগন। এক সাক্ষাৎকারে কন্যার রূপ-রহস্য সম্পর্কে বলেন, ‘নায়সা সারাক্ষণ নেট ঘাঁটে। রূপচর্চা এবং স্বাস্থ্য নিয়ে সে সব জানে। সপ্তাহে তিন বার একটা ফেসমাস্ক লাগায়। আমাকেও করতে বলে। ও ঠিক ওর বাবার মতো, চেহারা এবং স্বাস্থ্য নিয়ে সচেতন।’

এমনকি, নায়সার প্রতিদিনের রুটিনের কথাও জানান কাজল। সকালে উঠে দুই-তিন গ্লাস হালকা গরম পানি খালি পেটে পান করেন নায়সা। তারপর সকালের নাস্তায় সিদ্ধ ডিম, টাটকা ফল এবং ওটস্ খান। সারাদিন এমনই স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস বজায় রাখেন ১৯ বছরের নায়সা।

এত প্রস্তুতি কি অভিনয়ে আসার জন্যই? বাবা অজয় দেবগন এবং মা কাজল, দুজনেই বলিউডের অন্যতম ব্যস্ত দুই তারকা। তাদের কন্যা হয়ে নায়সা অভিনয়েই আসবেন এমনটাই অনুমান সবার। যদিও কাজল জানান, এখনো নিজে সেই ইচ্ছাপ্রকাশ করেননি মেয়ে।

কাজলের কথায়, ‘সবে ১৯ হলো। জীবনটা উপভোগ করুক। আমরা ওকে জোর করতে চাই না। ওর যা ইচ্ছা করবে। অভিনয়ে আসলে আসবে, যদি অন্য কোনো প্রফেশনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাতেও আমাদের সমর্থন এবং সহযোগিতা থাকবে।’

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি: মাহমুদুর রহমান
আইনজীবী আলিফ হত্যায় জড়িতের দ্রুত বিচার চান মেয়র শাহাদাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা