নতুন নীতিমালা

ডিসি-এসপিকে সরিয়ে ভোটকেন্দ্র নির্ধারণে আবারও ইসির একক কর্তৃত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ২৩:১১| আপডেট : ০১ জুলাই ২০২৫, ০০:০০
অ- অ+

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপনের ক্ষমতা আবারও নিজস্ব কর্মকর্তাদের হাতে তুলে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ জুন) ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে এ সংশোধনীর ঘোষণা দেয় সংস্থাটি।

নতুন নীতিমালায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সমন্বয়ে গঠিত কমিটি বাতিল করা হয়েছে। ফলে ভোটকেন্দ্র নির্ধারণ ও ব্যবস্থাপনায় ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারাই এখন থেকে সরাসরি দায়িত্ব পালন করবেন।

এর ফলে বিতর্কিত ও সমালোচিত ২০২৩ সালের ভোটকেন্দ্র নীতিমালার গুরুত্বপূর্ণ একটি অংশ বাতিল হলো। ওই নীতিমালায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন ভোটকেন্দ্র নির্ধারণে জেলা ও উপজেলা পর্যায়ে ডিসি-এসপি সংশ্লিষ্ট কমিটি গঠন করেছিল, যা নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল।

২০২৩ সালের নীতিমালায় বলা হয়েছিল, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে ভোটকেন্দ্র প্রস্তাব তৈরিতে। এরপর তা যাচাই-বাছাই করে জেলা কমিটি চূড়ান্ত মতামতসহ ইসিকে পাঠাবে। এবার সেই পুরো কাঠামোই বাদ দেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় ইভিএম ব্যবহারের জন্য আলাদা কক্ষ নির্ধারণের প্রয়োজনীয়তাও তুলে দেওয়া হয়েছে।

ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নতুন এ নীতিমালার মাধ্যমে মাঠ প্রশাসনের প্রভাবমুক্ত হয়ে কমিশনের নিজস্ব নিয়ন্ত্রণে ভোটকেন্দ্র স্থাপনের পথ সুগম হলো। এতে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা আরও বাড়বে বলেও মনে করছেন তারা।

​​​​​​

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা