সাংবাদিক সামির পোস্ট
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পাল্টে দিল আমলাতন্ত্র!

বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছিল, গেজেটে তা নেই। এমনই এক বিপরীতমুখী বাস্তবতা উন্মোচিত হয়েছে সদ্য সমাপ্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর। মূল সিদ্ধান্ত ছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংকট—বিশেষ করে সংস্কার ইস্যুতে উদ্ভূত অস্থিরতা—দ্রুত সমাধানের জন্য ৫ উপদেষ্টার একটি সমন্বিত কমিটি গঠন। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেল চমকপ্রদ মোড়।
প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সায়ের সামির অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। সামি নিজের ফেসবুকে দেওয়া পোস্টের তথ্য বলছে, গতকালের (সংযুক্তি-১) উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের দ্বিতীয় দফায় স্পষ্টভাবে বলা হয়েছে, এনবিআরের বিদ্যমান সংকট সমাধানে ৫ উপদেষ্টার কমিটি গঠন করা হয়েছে। অথচ সেই আলোকে প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের গেজেট (সংযুক্তি-২) বলছে, কমিটির দায়িত্ব হলো ব্যবসা, বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করে সুপারিশ প্রদান।
বলে রাখা প্রয়োজন, এই গেজেটে কোথাও নেই এনবিআরের আন্দোলন, সংস্কার নিয়ে বিরোধ, কিংবা সেই সংকট নিরসনের বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা।
কীভাবে মোড় ঘুরল?
বিশ্লেষকরা বলছেন, মূলত আমলারা কৌশলে উপদেষ্টা পরিষদকে একরকম ব্যাখ্যা দিয়ে একটি সিদ্ধান্ত আদায় করেছেন। কিন্তু বাস্তবে গেজেট জারির সময় নিজেদের স্বার্থে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন। এনবিআরের আন্দোলন দমনের বাস্তব রূপরেখা নিয়ে পরিষদকে আশ্বস্ত করা হলেও, গেজেটে সেই বাস্তবতা উপেক্ষিত থেকে গেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, 'এটা আসলে আমলাতন্ত্রের পুরোনো কৌশল—নীতিনির্ধারকদের আশ্বস্ত করা হয় একরকমভাবে, পরে নথিতে তুলে ধরা হয় ভিন্ন বাস্তবতা।'
বিশেষজ্ঞদের মতে, এনবিআরের চলমান সংকটের মূলে রয়েছে কাঙ্ক্ষিত সংস্কার ও স্বচ্ছতা আনার উদ্যোগ, যেটি আমলাতন্ত্রের একটি অংশের কাছে অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই আন্দোলন এবং বিদ্রোহমূলক মনোভাব।
এ প্রসঙ্গে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সায়ের সামি মনে করেন, উপদেষ্টা পরিষদকে সামনে রেখে এক ধরনের নাটক সাজানো হয়েছে, যার আসল উদ্দেশ্য সংকট সমাধান নয়, বরং মূল ইস্যুকে পাশ কাটিয়ে আমলাতান্ত্রিক স্বার্থ রক্ষা করা।'
এই ঘটনার মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কতটুকু কার্যকর হচ্ছে এবং নীতিনির্ধারকদের কতটা প্রভাবিত করছে আমলাতান্ত্রিক কাঠামো? একই সঙ্গে এমন নজির ভবিষ্যতে কী বার্তা দিচ্ছে প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা সম্পর্কে?

মন্তব্য করুন