ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু, নয়জনই ঢাকার
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৯ জনে। অপরদিকে মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের ৩১৫ জন, ঢাকা বিভাগে ২৭২ জন, বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৪৩ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৭৯১ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪ জন এবং বাকি ২ জন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। এর মধ্যে নারী ৫১ দশমিক শতাংশ এবং পুরুষ ৪৯ শতাংশ।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৮২ হাজার ৬১২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমআর)
মন্তব্য করুন