আমু-কামরুলকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৪
অ- অ+

জুলাই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এদিন সকালে ট্রাইব্যুনালের মামলায় আমু ও কামরুলকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে ট্রাইব্যুনাল দুই আসামিকে ৪ ডিসেম্বর (বুধবার) ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

গত ১৯ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে কামরুল ইসলামকে এবং ৬ নভেম্বর ধানমন্ডির একটি বাসা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগের এই দুই নেতা হত্যা মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এমআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানে মেলেনি কোনো বোমার আলামত
সংস্কার করতে একবছরের বেশি লাগার কথা নয় : নজরুল ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী পলক ও সাবেক এমপি সাদেক রিমান্ডে
ঢাবি এলাকায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা