অন্তর্বর্তী সরকার: মেয়াদ কতদিন হবে? কী বলছেন প্রধান উপদেষ্টা?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৪| আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১১:৪২
অ- অ+

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আলোচনায় রয়েছে এই সরকারের মেয়াদের বিষয়টি। বিভিন্ন সময়ে উপদেষ্টারা বলেছেন, ‘সংস্কার করতে যতদিন লাগবে, ততদিন হবে এই সরকারের মেয়াদ।’

সম্প্রতি আজারবাইজান সফরকালে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, “আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।” তবে “গণতান্ত্রিক সংস্কারের গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচন” এমনটাও বলেছিলেন তিনি।

এবার মেয়াদের বিষয়টি আরও স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, “মেয়াদ চার বছরের কম হবে। এটা আরও কম হতে পারে বলে।” আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি।

আরও পড়ুন>> নির্বাচন কবে হবে? যা বললেন প্রধান উপদেষ্টা

আরও পড়ুন>> গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করব: ড. ইউনূস

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ২৯) ফাঁকে কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরাকে সাক্ষাৎকার দেন ড. মুহাম্মদ ইউনূস। রবিবার এই ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

সাক্ষাৎকারে সরকারের মেয়াদসহ নানা প্রসঙ্গ এসেছে। এতে ড. মুহাম্মদ ইউনূস জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবিলা করছে, সেগুলো নিয়ে কথা বলেন। পাশাপাশি দেশে চলমান সংস্কারপ্রক্রিয়া, জাতীয় নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।

বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে, সে বিষয়ে ড. ইউনূসের কোনো ভাবনা আছে কি না- এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “না। আমার মাথায় এমন কিছু নেই।”

অন্তর্বর্তী সরকারের সময়সীমা কী হতে পারে, সে বিষয়ে জানতে চাইলে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা অন্তর্বর্তী সরকার। আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার পাঁচ বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে। কারণ, মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা (অন্তর্বর্তী সরকারের মেয়াদ) চার বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় তার ওপরে।”

“যদি রাজনৈতিক দলগুলো চায় এটা (সংস্কার) ভুলে যান, নির্বাচন দিন। তাহলে সেটা করা হবে”, বলেন ড. ইউনূস।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস চার বছর থাকছেন কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, “আমি তা বলিনি যে চার বছর। আমি বলেছি, এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে।”

‘যত দ্রুত সম্ভব শেষ করা (সংস্কার) অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য’ বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

চলমান সংস্কার কার্যক্রম নিয়ে জানতে চাইলে ‘মানুষ নতুন কিছু চায়’ মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, “পুরো সরকারব্যবস্থা সংস্কার হবে। সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে। এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে।”

এ বিষয়ে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা উল্লেখ করে তিনি বলেন, “দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছেনির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি।”

“নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়” উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি, আপনারা কি এখনই নির্বাচনে যেতে চান নাকি এসব সংস্কার শেষ করা হোক তা চান?”

“সবকিছু জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে” বলে জানান তিনি।

সাক্ষাৎকারে সরকার, সংস্কার, নির্বাচন- এসব নানা বিষয়ের পাশাপাশি উঠেছে ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া প্রসঙ্গও। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে বলছেন। তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে।”

১০ নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সাক্ষাৎকারে। এ বিষয়ে ড. ইউনূস বলেন, “তিনি (শেখ হাসিনা) নিজেকে অনেক কিছু বলতে পারেন। কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না।”

এসময় জানতে চাওয়া হয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ প্রসঙ্গে। এ বিষয়ে “আইনি প্রক্রিয়া চলছে। দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে”-জানান প্রধান উপদেষ্টা।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এফএ/ডিএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা