সংশোধিত আইন কর্মকর্তা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, ১৭:০০
অ- অ+

‘বাংলাদেশ আইন কর্মকর্তা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বুধবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিস-কে শক্তিশালী করা আবশ্যক। এ উদ্দেশ্য পূরণে বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ এর অধিক সংশোধন সমীচীন ও আবশ্যক।

এতে আরও বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩)-এর অধীন সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি-জেনারেল নিয়োগে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। বর্ণিত প্রেক্ষাপটে ‘বাংলাদেশ আইন কর্মকর্তা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ শীর্ষক অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে যা আজ উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ আইন কর্মকর্তা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

এছাড়া আরও তিনটি সংশোধিত অধ্যাদেশ ও একটি প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সেগুলো হলো- 'আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪'। জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১) বাতিলপূর্বক অধ্যাদেশ জারির নিমিত্ত নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। অনুমোদিত প্রস্তাবটি হলো- প্রতিবছর ১৮ ডিসেম্বর তারিখে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ হিসেবে এক সঙ্গে উদযাপন।

উপদেষ্টা পরিষদ মুজিববর্ষ উদযাপনে ২০২৪-২৫ অর্থবছর থেকে বাজেট বরাদ্দ বাতিল করেছে এবং ২০১৮-২০২৪ সাল পর্যন্ত সকল মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহা হিসাব- নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সর্বমোট ১২৬১.০৫ কোটি টাকা মোট ব্যয় সম্পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হয়েছে।

ঢাকাটাইমস/২০নভেম্বর/আরএইচ/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
বুদ্ধিমত্তা বাড়ায় থানকুনি পাতা! অনিদ্রা আর দুঃশ্চিন্তা যাবে দূরে
জ্যামাইকা টেস্ট: ১২৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার ফাইফারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিড পেল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা