অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যেকোনো `চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত নতুন সিইসি
শপথের সম্মান বজায় রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে সবাইকে সঙ্গে নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন নতুন সিইসি।
নবগঠিত নির্বাচন কমিশনের শপথগ্রহণ শেষে রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি নাসির উদ্দীন। এসময় এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।
নতুন সিইসি বলেন, ‘শপথ যেটা নিয়েছি। শপথের সম্মান রাখতে চাই। শপথ সমুন্নত রাখবো। এই দায়িত্বকে জীবনের বড় সুযোগ হিসেবে দেখছি। জাতির জন্য কিছু করতে এটা বড় সুযোগ।’
‘দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের মানুষ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন।’
তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নবগঠিত নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সিইসি বলেন, ‘আমাদের দক্ষ টিম রয়েছে, আমরা আত্মবিশ্বাসী। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর।’
তবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান ইসির একার বিষয় নয় মন্তব্য করে নাসির উদ্দীন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নির্বাচন করতে গেলে বিদ্যমান ব্যবস্থায় কিছু সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সিইসি বলেন, ‘সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করে দিয়েছেন। তারা কাজ করছেন। ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ পেশের জন্য বলা হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ এলে প্রয়োজন অনুযায়ী তা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলো ভোটাধিকার নিয়ে দাবি জানিয়ে আসছে। আমরা তাদের সঙ্গে পাবো। এছাড়া নতুন প্রজন্ম ভোট দিতে মুখিয়ে আছে। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।’
এক প্রশ্নের জবাবে তার চাকরি জীবনে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করার উল্লেখ করে সাবেক সচিব নাসির উদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনেও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করব।’
এর আগে নবগঠিত নির্বাচন কমিশনের সিইসি ও চার নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।
শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন— সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/ডিএম)
মন্তব্য করুন