তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান নয়, নেতাকর্মীদের স্মরণ করালো বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন ২০ নভেম্বর। এ উপলক্ষে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বলে নেতাকর্মীদের ফের স্মরণ করিয়ে দিয়েছে দলটি।
মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ১১ নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেয় বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তেই বিএনপির এই নিষেধাজ্ঞা।
ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেবি/ইএস
মন্তব্য করুন