নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ২৩:১৯
অ- অ+

বিএনপি নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের গণআন্দোলন ও গত জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি।

রবিবার সন্ধ্যায় মিরপুর ১১ নম্বর সেকশনে পল্লবী বিদ্যানিকেতনের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আমরা একটি সুন্দর সুস্থ জাতি তৈরি করতে চাই, সেই সুস্থ জাতি গড়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। এই সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে, এটা শুধু বিনোদনের বিষয় নয়-মানসিক ও শারীরিক ভাবে আমরা একটা সুস্থ জাতি তৈরি করতে পারি।

অনুষ্ঠানে এ সময় দেশাত্মবোধক গান "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ" পল্লীগীতি গান "যে জন প্রেমের ভাব জানে না" লালন গীতি গান "ধন্য ধন্য বলি তারে " গান গেয়ে শুনান শিক্ষার্থী শিশুরা এবং "বাঁধনের ও মোহনায়", "ও বাপু রাম " সহ গানে নৃত্য পরিবেশন করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন পল্লবী বিদ্যানিকেতনের পরিচালক আলমিরা পারভীন রুনি, প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘন কুয়াশায় সৈয়দপুরে ফ্লাইট সিডিউল বিপর্যয়, যাত্রী দুর্ভোগ
দুই বছর ধরে হাসপাতালে ভারতীয়ের লাশ, ফেরত যায় স্থানীয়রা
সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে সরকার, প্রত্যাশা মঈন খানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা