সাড়ে ১০ হাজার পণ্যে শুল্ক সুবিধা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৭, ১৪:১০
অ- অ+

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জোটের দেশসমূহে মোট ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এতে বাড়বে বাংলাদেশের রপ্তানি খাতে ব্যবসা-বাণিজ্য বলে মনে করছে সরকার।

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত সেকেন্ড অ্যামেডমেন্ট অব দ্য এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট’-এর অনুসমর্থনে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন বলেন, দ্য এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা) এর আওতায় বর্তমানে চার হাজার ৬৪৮টি পণ্যে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পায়। দ্বিতীয় সংশোধনীর ফলে এখন মোট ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ।

চুক্তি অনুযায়ী, ভারত অংশ সাধারণ তালিকার সকল সদস্য দেশকে তিন হাজার ৩৮১টি পণ্যে পাঁচ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক সুবিধা দেবে। চীন সাধারণ তালিকার সকল সদস্যকে দুই হাজার ৩৭২টি পণ্যে পাঁচ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক সুবিধা দেবে। দক্ষিণ কোরিয়া সাধারণ তালিকার সদস্য দেশগুলোকে তিন হাজার ৩৫৭টি পণ্যে ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক সুবিধা দেবে।

জানা যায়, ১৯৭৫ সালে ব্যাংককে একটি বাণিজ্য চুক্তি হয়। ২০০৫ সালে এটি সংশোধিত হয়ে আপটা হয়। ব্যাংকক এর সদস্য দেশ না হলেও এটি ব্যাংকক চুক্তি নামে পরিচিত। এর সদরদপ্তর ব্যাংকক। বাংলাদেশসহ মোট ছয়টি দেশ আপটা-এর অন্তর্ভুক্ত। দেশগুলো হলো- ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাওস।

ঢাকাটাইমস/১২জুন।এমএম/ডব্লিউবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে অবসরের হিড়িক, আমির-ইমাদের পর আরও এক পেসারের বিদায়
জাবিতে আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
বিজয় দিবসে গাবতলী-সাভার রুটে নিয়ন্ত্রিত থাকবে যানবাহন, চলতে হবে যে পথে
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা