শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল তিন সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬
অ- অ+

বিশ্বের বিভিন্ন দেশে সাধারণত ছুটির দিনে সিনেমা মুক্তি দেওয়ার চল রয়েছে। যেমন ভারতে রবিবার এবং বাংলাদেশে শুক্রবার বেশিরভাগ সিনেমা মুক্তি পায়। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল একসঙ্গে তিনটি সিনেমা।

চলুন জেনে নেওয়া যাক সিনেমাগুলো সম্পর্কে-

৮৪০

পলিটিক্যাল ক্রাইম ঘরানার সিনেমা ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেইলার রিলিজের পরপরই আলোচনার ঝড় শুরু হয়েছে সিনেমাটি নিয়ে দর্শকমহলে। আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। রবিবার সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় ‘৮৪০’- এর অফিশিয়াল পোস্টার। সেখানেই দেওয়া হয় আজকের মুক্তির ঘোষণা।

এর আগে দেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে চারদিকে হৈচৈ ফেলে দিয়েছিলেন ফারুকী। এবার প্রেক্ষাগৃহে কেমন সাড়া পড়ে- তা দেখার জন্য অপেক্ষায় আছেন দর্শক এবং সিনেমা সংশ্লিষ্টরা। সিনেমাটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।

ডেঞ্জার জোন

‘ডেঞ্জার জোন’ সিনেমাটি সায়েন্স ফিকশন-হরর ঘরানার। ৮ বছর আগে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। একটি ফার্স্টলুক প্রকাশের পর সিনেমাটি আলোচনায় আসে। কিন্তু নানা কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। দীর্ঘ পাঁচ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে বেলাল সানি পরিচালিত ও বাপ্পী চৌধুরী অভিনীত সিনেমাটি।

আজ মুক্তি প্রসঙ্গে বেলাল সানি বলেন, ‘মুক্তির জন্য সেন্সর সার্টিফিকেট আগেই পেয়েছি। এবার প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সিনেমাটি দেখতে পারবেন। আশা করছি দর্শক আশাহত হবে না।’

বাপ্পী চৌধুরী বলেন, ‘বছরের শেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। আশা করি সিনেমাটি ভালো লাগবে সবার। এই সিনেমার মাধ্যমে আমি প্রথমবারের মতো জলির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছি।’ এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

হুরমতি

শবনম পারভীন প্রযোজিত ও পরিচালিত সিনেমা ‘হুরমতি’। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘হুরমতি পুরোপুরি কমেডি গল্প। বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন একটি সিনেমা বানাব, যার পুরোটা সময় দর্শক হলে বসে উপভোগ করতে পারেন। সিনেমা শেষ হওয়ার পর যেন সবার মন ভালো হয়ে যায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, হুরমতি শতভাগ এন্টারটেইনিং সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবেন, ততক্ষণ আনন্দ পাবেন।’

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন শবনম পারভীন। সিনেমার প্রতি ভালোবাসা থেকেই প্রযোজনা করেন শবনম। পৈতৃক সম্পত্তি বিক্রি করে বানিয়েছেন একাধিক সিনেমা। এই সিনেমাটিও বানিয়েছেন বাবার কাছ থেকে পাওয়া চারতলা বাড়ি বিক্রি করে। ২০১৯ সালে হুরমতি বানিয়েছিলেন তিনি। তবে করোনাসহ নানা কারণে মুক্তি দিতে পারেননি।

অবশেষে আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। হুরমতি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি প্রমুখ।

দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহে সিনেমা রিলিজ হচ্ছে না। সিনেপ্রেমী, সিনেবোদ্ধাসহ চলচ্চিত্র কর্মীরা এটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন নানাভাবে। হুট করে তিনটি সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ার বিষয়টিকে সিনেমা সংশ্লিষ্ট সবাই খুব ইতিবাচকভাবে দেখছেন।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা