এআই-চালিত নতুন ফিচার আনছে গুগল ক্রোম

তথ্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩
অ- অ+

ইন্টারনেটে কিছু খুঁজে বের করতে গুগল ক্রোমে ভরসা রাখেন সবাই। কারণ নেট দুনিয়ার সার্চ ইঞ্জিন জগতে একচ্ছত্র আধিপত্য রয়েছে গুগলের এই ক্রোম ব্রাউজারের। নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। এই ফিচারের মাধ্যমে একটি ওয়েবসাইট বিশ্বাসযোগ্য কিনা তা জানা যাবে। সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে টিপস্টার লিওপেভা৬৪ জানিয়েছে, ‘স্টোর রিভিউস’ নামে ক্রোমের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল।

এই নতুন ফিচারটির মধ্যে একজন ব্যবহারকারী ট্রাস্ট পাইলট, স্ক্যাম অ্যাডভাইজারসহ আরও অনেক স্বতন্ত্র ওয়েবসাইটের রিভিউগুলোর সারসংক্ষেপ জানতে পারবেন, যা ওয়েবসাইটের বিশ্বস্ততা সম্পর্কে ধারণা দেবে।

কোনো ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করার সুবিধা ছাড়াও এআই-চালিত সুরক্ষার মতো একগুচ্ছ নতুন এআই ফিচারও আনছে গুগল। এআই-চালিত সুরক্ষা সম্ভাব্য বিপজ্জনক ওয়েবসাইট ও ডাউনলোড করা ফাইলের বিরুদ্ধে রিয়েল-টাইম সুরক্ষা সরবরাহ করে।

অজানা বা নতুন কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় এর বিশ্বাসযোগ্যতা দ্রুত পরীক্ষা করতে গুগল ক্রোমের নতুন ফিচার বেশ কাজের হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ আলাদাভাবে একাধিক ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কোনো রিভিউ পর্যালোচনা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এ ফিচারের মাধ্যমে এক ক্লিকেই একাধিক রিভিউর সারসংক্ষেপ পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি
বরিশাল বিভাগের সাত জেলায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি
অভিষেকের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড
টাঙ্গাইলে লেবুবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা