২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া, যদি…

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬| আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩
অ- অ+

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করবে মুক্তিযোদ্ধা দল। যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, তবে সেই সমাবেশে সশরীরে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২১ ডিসেম্বর সুস্থ থাকলে বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন বলে সম্মতি জানিয়েছেন।’

এর আগে চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যান খালেদা জিয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবার কোনো অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন।

অন্যদিকে, দলীয় কর্মসূচিতে সর্বশেষ খালেদা জিয়াকে দেখা যায় ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এরপর ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন খালেদা জিয়া। এছাড়া দীর্ঘ ছয় বছর পর গত ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভাষণ দেন তিনি। যদিও সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন।

(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা