পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ১৭:১৭
অ- অ+

গাজীপুরের পূবাইল থানার খিলগাঁও এলাকায় শ্রমিক দল নেতা মোক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে খিলগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী জানায়, সম্প্রতি মো. তাজুল ইসলাম স্থানীয় বাসিন্দা ৪১ নম্বর ওয়ার্ডের ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। তাজুল ইসলাম কিছুদিন আগে দক্ষিণপাড়া জামে মসজিদে ইমামতি করতেন। জমি ব্যবসার সাথে জড়িয়ে যাওয়ার কারণে তাকে ইমামতি ছাড়তে হয়।

তারা আরও জানায়, যাকে তাকে মামলা দিয়ে হয়রানি করা ও অপপ্রচারকারী তাজুল ইসলামের বিচার চাই। পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

ভুক্তভোগী শ্রমিক দল নেতা মোক্তার হোসেন বলেন, ‘তাজুল ইসলাম আমার ব্যবসায়িক জমি সংক্রান্ত কাজের ছয় লাখ টাকা আত্মসাত করেছেন। ৮ মে তার দোকানে গিয়ে পাওনা টাকা দাবি করলে তিনি টাকা দিবেন না বলে জানান এবং আমার সাথে খারাপ ব্যবহার করেন। পরে তাজুল ইসলাম বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক সংবাদ প্রকাশ করেছেন এবং ভয়-ভীতি ও হুমকি দিচ্ছেন।’ এসময় উপস্থিত ছিলেন পূবাইল থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, ৪১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন, ওয়ার্ড সাধারণ সম্পাদক রাকায়েত উল্লাহ, বিএনপি নেতা তমিজ উদ্দিন, জহির উদ্দিন আরিফ হোসেন জিয়া প্রমুখ।

(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৩ জেলা ও দায়রা জজ আদালতের বিচাররককে বদলি
চরকির অসৌজন্যমূলক আচরণ, বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ
আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই
বদমেজাজি ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন অতিরিক্ত আইজি ইকবাল বাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা