নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই সহযোগীসহ বরখাস্ত সৈনিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ১৮:২৮| আপডেট : ১৭ মে ২০২৫, ১৮:৪১
অ- অ+

বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং এ লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে উসকানিমূলক প্রচারণার চালানো সৈনিক (বরখাস্ত) মো. নাঈমুল ইসলামকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (১৭ মে) বেলা দুইটার দিকে রাজধানীর খিলক্ষেতের বটতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈনিক (বরখাস্ত) মো. নাঈমুল ইসলাম গত বছরের ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত/ অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যকে সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায়, তিনি আগামী ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।

এ ধরনের শৃঙ্খলা-বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল আজ বেলার দুইটার দিকে খিলক্ষেতের বটতলা এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৈনিক (বরখাস্ত) নাইমুল তার কিছু সহযোগীসহ দেশীয় অস্ত্র দিয়ে একজন সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।

তার বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, সৈনিক (বরখাস্ত) নাইমুলকে স্ত্রীর কাছে যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

(ঢাকাটাইমস/১৭মে/এমএল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৫-২৬ অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা