চার দিনের রিমান্ড শেষে কারাগারে শিল্পী মমতাজ

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
পুলিশ আজ মমতাজকে আদালতে হাজির করলে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ সময় আসামিপক্ষ তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য। গত ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুকে গুলি লেগে নিহত হয় সাগর। তার মা বিউটি আক্তার ওই দিন দিবাগত রাত তিনটায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর বিউটি আক্তার মিরপুর মডেল থানায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মমতাজ বেগম ৪৯ নম্বর আসামি।
(ঢাকাটাইমস/১৭মে/মোআ)

মন্তব্য করুন