সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ২০:১৫
অ- অ+

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে জুয়েল আহমদ (১৯) ও আফিজ আলী(২২) নামে দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল মিয়া নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মৃত আমির আলীর ছেলে জুয়েল আহমদ এবং তেলিখাল ইউনিয়নের চাটিবহর টিলাপাড়া এলাকার মৃত মজম্মিল আলীর ছেলে আফিজ আলী।

শনিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে চেলা নদীতে বালু উত্তোলনের নৌকার ভাড়া টানা আসেন তারা। রাত আড়াইটার দিকে বৃষ্টি আসলে বজ্রপাতের কবলে পড়েন নৌকায় থাকা শ্রমিকরা। পরে অন্য সহযোগিরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এস আই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স।

(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা