সরাইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বন্দেরহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
বন্দেরহাটির বাসিন্দা আলী মিয়ার ছেলে পলাশ মিয়া (১৭) শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির সময় ফুটবল খেলা শেষে বাড়ির অদূরে পুকুরে গোসল করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিজ মিয়া বজ্রপাতে কিশোর পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৭মে/এফএ)

মন্তব্য করুন