আ.লীগের সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জাগপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৯:১৩| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৯:১৭
অ- অ+

বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ এবং ভারতের আধিপত্যবাদ চিরতরে নিশ্চিহ্ন করা পর্যন্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অঙ্গসংগঠন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু।

বৃহস্পতিবার (২৪ জুলাই) লক্ষ্মীপুর প্রেসক্লাব, উত্তর তেমুহনী, বাগবাড়ী উপজেলা পরিষদ, কোর্ট বিল্ডিং এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভাকালে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা। এরই অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৪তম দিন ছিল আজ।

জনসংযোগ ও পথসভায় জাগপা নেতারা বলেন, লড়াই শেষ হয়নি। অগাস্ট মাসের ৫ তারিখ প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। প্রয়োজনে বাংলার বুকে আবার জুলাই-আগস্ট ফেরত আনতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ এবং ভারতের আধিপত্যবাদ চিরতরে নিশ্চিহ্ন করার আগে পর্যন্ত লড়াই চলবে।

পথসভায় আরও বক্তব্য দেন যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান আশিক মোল্লা, লক্ষ্মীপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক আলী মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল, জেলা জাগপার নেতা মো. ফারুক হোসেন, হোসাইন আহমেদ, শাকিব হোসেন, মো. ইব্রাহিম, মো. হেঞ্জু, মো. বেলাল হোসেন, মো. খলিল, মো. লিটন, মো. সোহাগ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪জুলাই/জেবি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
হবিগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ
সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে দুদকের মামলা, স্ত্রীও আসামি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা