মুগদায় থানা ঘেরাও করে আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৭:৫৩| আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৯:৫১
অ- অ+

রাজধানীর মুগদায় মব সৃষ্টি করে থানা হেফাজতে থাকা আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়েছে জাতীয় নাগরিক পার্টির—এনসিপি ও বৈষম্যবিরোধী নেতারা।

বৃহস্পতিবার দুপুরে মুগদা থানায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশি অভিযানে আটক হয় ৭১ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়। আলমগীর স্থানীয় একটি মারামারি মামলার সন্দেনভাজন আসামি। মামলা তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় পুলিশ তাকে আটক করেছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমগীর হোসেনকে আটকের পর বৃহস্পতিবার সকাল থেকে এনসিপির মুগদা থানা আহ্বায়ক শাওন চৌধুরীর নেতৃত্বে ২৫-৩০ জনের দল থানার সামনে জড়ো হন। এই দলে ছিলো— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুগদা থানা ইউনিটের সমন্বয়ক নাঈম আবেদীন, মো. জাবেদ, মো. সৈকত, মাজহারুল ইসলাম ও ফারাবি জিসানসহ আরও অনেকে। তারা থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একইসঙ্গে আলমগীরকে ছেড়ে দিতে নানান চাপ সৃষ্টি করে। একইসঙ্গে তারা থানার কার্যক্রমে হস্তক্ষেপ শুরু করে। অবস্থা বেগতিক দেখে পুলিশ আটক আওয়ামী লীগ নেতাকে জামিন দিতে বাধ্য হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘রাজনৈতিক একটি মামলায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে এনসিপি ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী থানায় এসে চাপ সৃষ্টি করে। পরবর্তীতে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনার পর আদালতে না পাঠিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জানতে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মো. সাজেদুর রহমানকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

(ঢাকা টাইমস/২৪ জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা