সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন উদ্ধারের দুইটি মামলার রায়ে তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) শামছুজ্জোহা শাহানশাহ।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিশালবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে শাহাদত হোসেন, একই এলাকার একরামুল হকের ছেলে ডাবলু হক ও আইআই এলাকার গোবিন্দ সিংহের ছেলে নিমাই সিং।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি শামছুজ্জোহা শাহানশাহ বলেন, ২০২০ সালের ২৫ মে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশ। ওই সময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করলে ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। তখন মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন ও ডাবলু হককে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে একই বছরের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশি করেন র্যাব-১২ এর সদস্যরা। ওই সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে ২১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নিমাই সিংকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পিপি আরও বলেন, উভয় ঘটনায় র্যাব ও পুলিশের পক্ষ থেকে সলঙ্গা থানায় মামলা হয়। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।আদালতে সমস্ত সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার বিচারক তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত পিপি শামছুজ্জোহা।(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)

মন্তব্য করুন