খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩

খুলনার ডুমুরিয়া উপজেলায় তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোলনা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া গোলনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খর্ণিয়া থানার এসআই শিমুল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা থেকে ছেড়ে আসা খুলনাগামী মাহেন্দ্র ও খুলনা থেকে ছেড়ে যাওয়া তেলবাহী লরি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহেন্দ্রে থাকা ৭ যাত্রীর মধ্যে আব্দুর রশিদ, মাইনুল, এবং রফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে খর্ণিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে ফায়ার সার্ভিস এবং পুলিশ কাজ শুরু করে। ইতোমধ্যে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

মন্তব্য করুন