আন্দোলনের মাধ্যমেই জবি শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে: উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা তুলনামূলকভাবে অপ্রতুল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমেই তাদের অধিকার আদায় করে থাকে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। গতকালই আমাদের আরেকটি সফল আন্দোলনের সমাপ্তি হয়েছে। ছাত্র শিক্ষকদের এবারের আন্দোলনে আমাদের অভূতপূর্ব সফলতা পাওয়া গেছে।
উপাচার্য আরও বলেন, অ্যালামনাইরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে কাজ করছে। আশা করি, তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নেও ভূমিকা রাখবে। কেন্দ্রীয়ভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে যাবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ.রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন।
অধ্যাপক ড. মো.রইছ উদ্দীন বলেন, জুলাই বিপ্লবের পর অর্জিত গণতান্ত্রিক পরিবেশে আজ আমরা বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনীর আয়োজন করতে পেরেছি। এই পুনর্মিলনী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আত্মীক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এদেশের কিছু স্বার্থান্বেষী মোল্লা-মৌলভি ফ্যাসিবাদীদের দালালি করে আলেম সমাজকে বিতর্কিত করেছে। আমাদেরকে এসব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং সত্যিকারের ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

মন্তব্য করুন