মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিন সন্ধ্যা ৬টা ১৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট যোগ দেয়। দীর্ঘ ১ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা।
(ঢাকাটাইমস/১৭মে/এমআর)

মন্তব্য করুন