সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আবুল কাসেম, সম্পাদক আসাদুজ্জামান

অচলাবস্থা নিরসনে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত এই কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন— সহসভাপতি আবুল কালাম (সম্পাদক, সাপ্তাহিক মুক্ত স্বাধীন), যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার (এসএ টিভি, রাইজিংবিডি ও আলোকিত বাংলাদেশ), অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না (আমাদের অর্থনীতি), সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম (যমুনা টিভি), দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. খায়রুল বদিউজ্জামান (দৈনিক নিরপেক্ষ), আবু তালেব (নির্বাহী সম্পাদক, দৈনিক দৃষ্টিপাত), কাজী জামাল উদ্দীন মামুন (দৈনিক প্রবর্তন), আব্দুস সামাদ (বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ) এবং আসাদুজ্জামান সরদার (ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউন)।
(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

মন্তব্য করুন