সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ২০:২০
অ- অ+

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপে ৭ দিনব্যাপী জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ১১ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি সেন্টমার্টিনের স্থানীয় জনগণ, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের সরাসরি অংশগ্রহণে সম্পন্ন হয়।

কর্মসূচির আওতায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নি নির্বাপণ মহড়া, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, পরিবেশগত উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এতে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং পরিবেশ ও বন বিভাগের প্রতিনিধিরাও অংশ নেন।

বাংলাদেশ কোস্ট গার্ড শুরু থেকেই দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এ কর্মসূচির মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপবাসীর নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে এবং উপকূলীয় অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

(ঢাকা টাইমস/১৭মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংক খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
মোবাইল অ্যাপ ‘Shahjalal Touch Pay’ চালু করলো শাহজালাল ইসলামী ব্যাংক
সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা
ডাকসু নির্বাচন: খসড়া তালিকায় ভোটার ৩৯৯৩২ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা