সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ২০:২০
অ- অ+

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপে ৭ দিনব্যাপী জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। গত ১১ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি সেন্টমার্টিনের স্থানীয় জনগণ, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের সরাসরি অংশগ্রহণে সম্পন্ন হয়।

কর্মসূচির আওতায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নি নির্বাপণ মহড়া, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, পরিবেশগত উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা এবং বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এতে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং পরিবেশ ও বন বিভাগের প্রতিনিধিরাও অংশ নেন।

বাংলাদেশ কোস্ট গার্ড শুরু থেকেই দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এ কর্মসূচির মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপবাসীর নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে এবং উপকূলীয় অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

(ঢাকা টাইমস/১৭মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা