সফল অস্ত্রোপচার শেষে সেরে উঠছেন বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ১৮:২১
অ- অ+

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রুটনিন আই হসপিটালে চোখের সফল অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোপুরি সুস্থ হতে দু'সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিবের সর্বশেষ অবস্থার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

অধ্যাপক জাহিদ বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে অপারেশন পরবর্তী অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। এখন উনি সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, উনাকে দু’সপ্তাহ ফ্লাই করা যাবে না। সেজন্য উনার দেশে ফিরতে দেরি হচ্ছে। যখনই চিকিৎসকরা বিমানে ফ্লাই করা অনুমতি দেবেন অর্থাৎ প্লেনে আসার মতো অবস্থা যখন হবে তখনই উনি ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন।’

তিনি আরও বলেন, ‘চোখের কোনো কোনো সময়ে প্রেসার কমবেশি হয় অর্থাৎ প্লেনের ভেতরে অনেক সময় প্লেসার বেড়ে যায় অথবা কমে যায়। এয়ার প্রেসারের কথা বলছি, তখন চোখের ভেতরেও কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হতে পারে। সেটাকে পরিহার করার জন্যেই উনাকে দু’সপ্তাহ ফ্লাই না করার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উনার তো ডান চোখ খোলাই আছে ডান চোখে সব কিছু দেখতে পান, বাম চোখে গ্লাস দেওয়া। এখন চোখের ওপর যাতে প্রেসার না পড়ে, বিছানায় শুয়ে থাকা, বিশ্রাম নেওয়া, কালো গ্লাস পড়ে থাকা এবং কিছু পজিশন আছে এগুলো মেন্টেইন করা ইত্যাদি কাজগুলো উনি করছেন। উনার পাশে স্ত্রীসহ কয়েকজন নিকটাত্মীয় আছেন।’

এরআগে গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

(ঢাকাটাইমস/১৭মে/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ ১১ জন আটক
আমিরাতের বিপক্ষে প্রথম টি-২০তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৫-২৬ অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
মতিঝিলে বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা