পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ ১১ জন আটক

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৫, ২১:২৪| আপডেট : ১৭ মে ২০২৫, ২১:২৫
অ- অ+

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করে পাঠানো নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী-কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।

আটককৃতরা হলেন— সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাগবাটী গ্রামের তাসলিমা খাতুন, কলারোয়ার চিতলা গ্রামের মর্জিনা, নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নীরুফা বেগম, যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন, ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম ও তার ছেলে ফাইজান শেখ, নোয়াখালীর শ্যামনগরের ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার, সোনারগাঁওয়ের চৌরাপাড়া গ্রামের শাহনাজ, নরসিংদীর মাধবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া এবং খুলনার তেরখাদা উপজেলার বাউনডাঙ্গা গ্রামের আলেয়া।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, মেইন পিলার ৭৭৪/১৫ এস ও ৭৭৫ সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। আটজন নাউতরী এলাকা দিয়ে এবং তিনজন ধামেরঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন। তারা রাতের অন্ধকারে সীমান্তের একটি বাড়িতে আশ্রয় নেন। সংবাদ পেয়ে বিজিবির ডানাকাটা, মালেকা ডাঙ্গা ও ধামেরঘাট বিওপির সদস্যরা তাদের আটক করেন। জানা যায়, ভারতীয় পুলিশ তাদের ২ মে ভারতের মুম্বাই শহর থেকে আটক করে। পরে তাদের ১৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়। ভারতীয় কর্তৃপক্ষ ১২০ জন বাংলাদেশি নাগরিককে বিমানে শিলিগুড়ি বিমানবন্দরে পাঠায়। তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘বিএসএফ কর্তৃক পুশইনকৃতদের মধ্যে একজন শিশু, দুজন পুরুষ এবং আটজন নারী রয়েছেন। বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

(ঢাকা টাইমস/১৭মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা