বর্ণাঢ্য আয়োজনে ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪
অ- অ+

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড ‘সেভি বাংলাদেশ লঞ্চিং ইভেন্ট’ ও ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে আইসি ফিল্মস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সেভি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর আলম, সেভি মালয়েশিয়ার পরিচালক লি টিক চুং, হোন আহ লেং ও লি শক্স পাউ, সেভি মালয়েশিয়ার ম্যানেজার লাই ইউ এবং সেভি বাংলাদেশের প্রধান উপদেষ্টা শিশির সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সেভি বাংলাদেশের চেয়ারম্যান ফয়সাল আহমেদ। তিনি বলেন, মেয়েদের প্রয়োজনীয় সব ধরনের স্কিন কেয়ার ও প্রসাধন সামগ্রী বাজারজাত করবে সেভি বাংলাদেশ। আমাদের প্রতিটা পণ্যেই ১০০ ভাগ হালাল ও ন্যাচারাল। এছাড়া আমাদের সকল পণ্য মালয়েশিয়ায় তৈরি হয়। এরই মধ্যে সেভি বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশে পণ্য সরবরাহ করছে। মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই সেভির সুনাম রয়েছে। এমন বিখ্যাত একটি ব্র্যান্ড আমাদের দেশে যাত্রা শুরু করায় বিউটি সেক্টরে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। এছাড়াও বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি করার পরিকল্পনা রয়েছে।’

এই অনুষ্ঠানে সেভি বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চিত্রনায়িকা রাজ রিপা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৪টি বিভাগে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা দেওয়া হয়। গুণীজন সম্মাননার পাশাপাশি আয়োজন করা হয় জমকালো ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এবার র্যা ম্প শোতে শো-স্টপার হিসেবে নজর কেড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এতে নৃত্য পরিবেশন করেন শান্তি রহমান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল ও তানজিব সারোয়ার।

এবারের আয়োজনে পুরস্কার পেয়েছেন খ্যাতিমান ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল, সালেহা সারোয়ার, প্রযোজক আব্দুল আজিজ, চিত্রনায়ক অনন্ত জলিল, চিত্রনায়িকা ববি হক, পরিচালক রায়হান রাফি, চিত্রনায়িকা তমা মির্জা, অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী তানজিন তিশা, পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা জিয়াউল হক পলাশ, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, নবাগত নায়ক শিশির সরদার, চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী, চিত্রনায়িকা রাজ রিপা, অভিনেত্রী সামিরা খান মাহি, মডেল আলিশা ইসলাম, সাংবাদিক শফিক আল মামুন, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল ও তানজিব সারোয়ারসহ বিভিন্ন অঙ্গনে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশ্ববাজারে সাজসজ্জার অনুষঙ্গ হিসেবে নারীদের কাছে প্রাধান্য পেয়ে আসছে মালয়েশিয়ার বিখ্যাত স্কিন কেয়ার ও কসমেটিকস ব্র্যান্ড সেভি। এই ব্র্যান্ডের প্রতিটা পণ্যেই ১০০ ভাগ হালাল ও ন্যাচারাল। এরই মধ্যে সেভি বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশে পণ্য সরবরাহ করছে। মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশেই সেভির সুনাম রয়েছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
পিপিএম পদক পেলেন এসপি কুদরত-ই-খুদা
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা